বানিয়াচঙ্গে ঠিকাদারির টাকা নিয়ে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগ নেতার সংঘর্ষ ॥ ধাওয়া পাল্টা ধাওয়া
তারিখ: ১-জুলাই-২০১৫
স্টাফ রিপোর্টার, বানিয়াচং ॥

দখলবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসার পর এবার সরকারি দলের অঙ্গসংগঠনের নেতারা ঠিকাদারির টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যেই জড়িয়ে পড়েছেন সংঘর্ষে। এরকম একটি ঘটনা ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটায় বানিয়াচং উপজেলা পরিষদ কার্যালয়ে। জানা যায়, উল্লেখিত সময়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক আশরাফ সোহেল ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুর্শেদুজ্জামান লুকুর মধ্যে ঠিকাদারি কাজ নিয়ে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে লুকু তার দলবল নিয়ে সোহেলকে ধাওয়া করলে তিনি একটি কক্ষে প্রবেশ করে আত্মরক্ষা করেন। পরে বিষয়টি উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সুবিদপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চৌধুরী তাদের ডেকে মিটমাট করে দেন। তবে, সরকারি দল আওয়ামীলীগের দুটি অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে ঠিকাদারি কাজে আধিপত্য বিস্তার নিয়ে এরকম ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন এলাকার সাধারণ মানুষ।

প্রথম পাতা