ইউসুফিয়া কুরআন ট্রাস্ট বাংলাদেশ এর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার
তারিখ: ১-জুলাই-২০১৫
প্রেস বিজ্ঞপ্তি ॥

ইউসুফিয়া কুরআন ট্রাস্ট বাংলাদেশ এর উদ্যোগে পবিত্র মাহে রমাদ্বান শরীফের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার খানকায়ে ইরফানিয়া গাউছিয়া পরিচালিত কিরাত প্রশিক্ষন শাখা কেন্দ্র কর্র্তৃক মুবারক ইফতার মাহফিল ও রমাদ্বান শরীফের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা হয়। ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন আলেমেদ্বীন রাহনমায়ে তরিকত ও শরীয়ত অধ্যক্ষ আল্লামা আবু তাইয়্যিব মোঃ নূরউদ্দিন জঙ্গী নকশী বন্দী আল ক্বাদরীর সভাপতিত্বে এবং কেন্দ্রের প্রধান ক্বারী মাওলানা এম এ মাসুম বিল্লার পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় হবিগঞ্জের বিশিষ্ট সুন্নি উলামা পীর মাশায়েখ, বিভিন্ন সুন্নী সংগঠনের নেতুবৃন্দ আলোচনায় অংশগ্রহন করেন। আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ হবিগঞ্জ এবং তৈয়বিয়া ক্বারী সোসাইটি বাংলাদেশ এর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন, সুন্নি আন্দোলনের হবিগঞ্জের অগ্রনায়ক পীরে তরিকত রাহনুমায়ে শরিয়ত হযরত মাওলানা আব্দুল মতিন আল ক্বাদরী, বক্তব্য রাখেন মাওলানা হাফেজ মোঃ আঃ শহীদ, ডাক্তার এস এম সারওয়ার, মাওলানা আবু তাইয়্যিব মুজাহিদী, মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ, মাওলানা নুুরুন্নবী, মাওলানা আবু তাহের, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা মিজানুর রহমান, ক্বারী সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুল ওয়াহাব নঈমী, সাংবাদিক আব্দুল হাই, হাফেজ ক্বারী নাছির উদ্দিন, হাফেজ ক্বারী সুমন, হাফেজ ক্বারী আব্দুল করিম, আব্দুর রশিদ আত্তারী, আব্দুল বাছিত আত্তারী, তাওসিপ আত্তারী, ও সৈকত প্রমূখ। সভাপতির ভাষনে আল্লামা নুর উদ্দিন জঙ্গী বলেন, সিয়াম সাধনায় মুমিনের আত্মার পরিশুদ্ধি আসে এবং মুমিন আল্লাহর দিদার লাভের যোগ্য হয়ে যায়। পবিত্র গিয়ারভী শরীফ, খতমে ক্বাদরিয়া, মিলাদ শরীফ পাঠ ও সমস্ত মুসলিমের কল্যান কামনা করে মুনাজাত করে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

প্রথম পাতা