পঁচা-বাসি ও ভেজাল খাবার বিক্রির বিরুদ্ধে র‌্যাব-পুলিশের যৌথ অভিযান ॥ মাধবপুরে ১৩টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের ৯০ হাজার টাকা জরিমানা
তারিখ: ১-জুলাই-২০১৫
মিজানুর রহমান অনিক, মাধবপুর ॥

মাধবপুর উপজেলা সদরে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাশেদুল ইসলাম ভ্রাম্যমান আদালত পচা বাসি ও নিম্ন মানের খাবার এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ১৩ টি দোকানে ৯০ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে অভিজাত হোটের কুটুমবাড়িতে বাসি মাংস ও ভেজাল তেল রাখায় ১০ হাজার, ক্যাফে কুস্তুরিতে রান্নার তেলে ডিমের খোসা তেলাপোকা সহ বিষাক্ত ময়লা রাখায় ২০ হাজার, গ্রাম বাংলাতে পচা ডাল ও নোংরা পরিবেশে ১৫ হাজার টাকা এবং একটি ফার্মেসীতে মেয়াদোর্ত্তীন ঔষধ বিক্রি করায় ৫শ টাকাসহ ১৩টি দোকানে ৯০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল ইসলাম, র‌্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি আজিজুল ইসলাম ও থানার উপ-পরিদর্শক মাসুদুজ্জামান প্রমুখ।

প্রথম পাতা