ভাটি অঞ্চলে নৌ-চলাচল বিঘিœত ॥ সাইক্লোন কোমেন এর প্রভাবে জেলাজুড়ে দমকা হাওয়া ও অবিরাম বৃষ্টিপাত
তারিখ: ১-অগাস্ট-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

সাইক্লোন কোমেন’র প্রভাবে সৃষ্ট নিম্নচাপের ফলে গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে সারাদেশের মত হবিগঞ্জ জেলায়ও দমকা হাওয়াসহ বিরামহীনভাবে মাঝারি ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে জেলার বানিয়াচং ও আজমিরীগঞ্জের হাওর অঞ্চলগুলোতে স্বাভাবিক নৌ চলাচল বিঘিœত হচ্ছে। মার্কুলি নৌ বন্দর, পাহাড়পুর নৌ বন্দর, আজমিরীগঞ্জ বাজার নৌ বন্দর ও কাকাইলছেও নৌ বন্দর থেকে দূরপাল্লার নৌযানগুলো ছেড়ে যায়নি। আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, আজ শনিবারও এ অবস্থা বিরাজ থাকবে। এদিকে, গতকাল শুক্রবার সকাল ৬টায় সন্দীপের নিকট দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় ‘কোমেন’ দূর্বল হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ শাহ আলম বলেন, ‘স্থল নিম্নচাপের প্রভাবে অনেক এলাকায় বৃষ্টি হচ্ছে। শনিবার দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি থাকবে।

প্রথম পাতা