জামিয়া হুসাইনিয়া শায়েস্তাগঞ্জ মাদ্রাসার নতুন শিক্ষা বর্ষের উদ্বোধন
তারিখ: ১-অগাস্ট-২০১৫
মোঃ আব্দুল হক রেনু, শায়েস্তাগঞ্জ ॥

জামিয়া হুসাইনিয়া শায়েস্তাগঞ্জ মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষের গত বুধবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রখ্যাত হাদিস বিশারদ শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী। জামিয়ার মুহতামিম মাওলানা সৈয়দ তানভীর সিফাতুল্লাহর সভাপতিত্বে ও জামিয়ার নাজিমে তালিমাত মাওলানা আব্দুল কুদ্দুছ নোমানের পরিচালনায় বক্তব্য রাখেন, মাওলানা আলাউদ্দিন করিমপুরী, মাওলানা আব্দুল হক শায়খে গুলগাঁও প্রমুখ। উপস্থিত ছিলেন, এলাকার মুরুব্বীয়ানে কেরাম, ছাত্র-ছাত্রীর অভিভাবক ও জামিয়ার শিক্ষকবৃন্দ। প্রধান অতিথি প্রথমেই ফজিলত ১ম বর্ষের তাফসীরে জালালাইন কিতাবের সবক দেন। পরে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা, ওস্তাদ ছাত্রের পারস্পরিক দ্যতাপুর্ণ সম্পর্ক, ইলম হাসিলের মাধ্যম সমূহ বিশেষ করে, কিতাবও আসাতিযায়ে কেরামের যথাযত আদব ও সম্মান বজায় রাখা, তাক্বওয়া পরহেযগারী অবলম্বন করা, লেখা পড়ার প্রতি উৎসাহ উদ্দীপনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। শেষে মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি।

প্রথম পাতা