লাখাই’র সিংহগ্রামে আবারও দোকানপাট- বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাট
তারিখ: ১-অগাস্ট-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

লাখাই উপজেলার সিংহ গ্রামের জনগণের উপর তেঘরিয়াসহ বেশ কয়েকটি গ্রামের দাঙ্গাবাজরা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অতর্কিত হামলার পর এবার দোকানপাটে হামলা, বাড়ি ঘর ভাংচুর, লুটতরাজের উৎসবে মেতে উঠছে। প্রতি রাতেই নিরীহ সিংহ গ্রাম বাসীর উপর ডাকাত ডাকাত বলে ধাওয়া করছে তেঘরিয়াসহ আশে পাশের গ্রামের লোকজন। ফলে আতংকে জীবন যাপন করতে হচ্ছে ওই গ্রামের সাধারণ জনগণকে। গত ১৯ জুলাই লাখাইয়ের সিংহ গ্রামের লোকদের উপর তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অতর্কিত হামলায় তেঘরিয়াসহ আশে পাশের কয়েকটি গ্রাম। এতে তেঘরিয়াসহ আশে পাশের গ্রামের অতর্কিত হামলায় প্রাণ হারায় সিংহ গ্রামের সায়েদ মিয়ার ছেলে বুকুল মিয়া ও একই গ্রামের কদম আলী। আহত হয় নারী পরুষসহ আরও আর্ধশতাধিক লোকজন। অপর দিকে ২ জন নিহত হবার পরও নিরীহ সিংহ গ্রামবাসীর উপর থেমে নেই দোকান পাট ও বাড়ি ঘর ভাংচুরের তান্ডব। সরেজমিনে গিয়ে দেখা যায়, সিংহ গ্রামের প্রায় ২০/২৫টি বাড়ি ঘরে সন্ত্রাসী তান্ডব চালিয়ে চুর্ণবিচুর্ণ করে ধ্বংস স্তুপে পরিণত করে। এতে লাখ লাখ টাকার ক্ষতি হয় সিংহগ্রাম গ্রামের লোকদের। নিয়ে যায় ধান, চাইল, গরু, ছাগল, কবুতর, হাস মুরগিসহ নানা গবাদি পশু। গ্রামবাসীর অভিযোগ, ২টি হত্যা কান্ডের পরও নিস্তদ্ধ সিংহ গ্রামের নিরীহ লোকদের উপরও নানা ভাবে হয়রাণি চালিয়ে আসছে তেঘরিয়াসহ আশে পাশের গ্রামের লোকজন। এতে কোন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।

প্রথম পাতা