মহাসড়কের বাহুবল এলাকা বালু ব্যবসায়ীদের দখলে!
তারিখ: ১-অগাস্ট-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

বাহুবল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন স্থান যেন বালু ব্যবসায়ীরা দখল করে নিয়েছে। দিন রাত সর্বদাই মহাসড়কের উপর দিয়ে বালু লোড করে রাস্তায় যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে চলেছে একটি মহল। এতে ওইসব এলাকায় প্রায়ই প্রাণহানির মত ঘটনা ঘটছে। উপজেলার পুটিজুরী থেকে ডুবাঐ, সেওড়াতুল, চলিতাতলা, বাহুবল, মিরপুর, শায়েস্তাগঞ্জ পর্যন্ত সড়ক যেন অবরোধ করে রেখেছে বালুর স্তুপগুলো। কিন্তু সরকারের স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিদের কোন নজরই নেই এদিকে। একদিকে সড়কে অবৈধভাবে বালু রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, অন্যদিকে লীজ বহির্ভূত বিভিন্ন বালু মহাল থেকে বালু উত্তোলন করে গুটি কয়েক ব্যক্তি জনসম্পদ আত্মসাত করে আঙ্গুল ফুলে কলাগাছ বনছে। দেশের বৃহত্তম রাবার বাগান রূপাইছড়া রাবার বাগান ধ্বংসের পথে। বাগানের ভেতর রাজনৈতিক ছত্রছায়ায় প্রভাব খাটিয়ে বালু উত্তোলন করছে অসাধু কতিপয় ব্যক্তিরা। এভাবে চলছে কালাকুলার ভেতরও বিভিন্ন বাগানে। এছাড়া লীজ বহির্ভুত বিভিন্ন ছড়া থেকেও অবৈধভাবে বালু উত্তোলন করে চলেছে বালু ব্যবসায়ীরা। অনুসন্ধানে জানা যায়, স্থানীয় প্রশাসনকে হাত করেই এমনটা করা হচ্ছে। এতে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে এসব অনিয়মের প্রতিকার কি আদৌ হবে না?

প্রথম পাতা