অজ্ঞাত যুবকদের আসামী করে সদর থানায় অভিযোগ ॥ প্রেমের টানে নেত্রকোনার যুবতি হবিগঞ্জ শহরে এসে খালি হাতে ফিরে গেলেন
তারিখ: ১-অগাস্ট-২০১৫
নিরঞ্জন গোস্বামী শুভ ॥

রং নাম্বারে পরিচয়ের পর প্রেমের টানে নেত্রকোনার এক যুবতি হবিগঞ্জ শহরে এসে শ্লীলতাহানির শিকার নাসরিন খালি হাতে ফিরে গেছেন নিজ জেলায়। এ ঘটনায় নাসরিন আক্তার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, নেত্রকোনা জেলার আজগড়া গ্রামের রমজান আলীর যুবতী কন্যা নাসরিন আক্তার (১৮) এর সাথে দেড় বছর আগে হবিগঞ্জ শহরের আশরাফুল ইসলাম নামে এক যুবকের রং নাম্বারে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত বৃহস্পতিবার রাতে নাসরিন নেত্রকোনা থেকে হবিগঞ্জ শহরের থানা মোড় এলাকায় এসে আশরাফুলের সাথে দেখা করে। পরে আশরাফুল তার বন্ধুদের সাথে নিয়ে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একটি রেস্তোরায় রাতের খাবার খেয়ে নাসরিনকে নিয়ে পার্শ্ববর্তী নির্জন স্থানে যায়। সেখানে শ্লীলতাহানির চেষ্টা চালালে নাসরিনের শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। অবস্থা বেগতিক দেখে আশরাফুল ও তার বন্ধুরা পালিয়ে যায়। খবর পেয়ে সদর থানার এসআই কৃষ্ণমোহনের নেতৃত্বে একদল পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে গতকাল শুক্রবার দুপুরে নাসরিনের বাড়ি থেকে তার পিতা ও ভাই সদর থানায় আসে। থানায় এসে বিষয়টি শুনার পর নাসরিনকে নিয়ে খালিহাতে ফিরে যায় নিজ জেলায়। এ ব্যাপারে নাসরিন আক্তার বাদী হয়ে অজ্ঞাত কয়েক যুবককে আসামী করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। হবিগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রথম পাতা