হবিগঞ্জ ল’ কলেজের ছাত্রী আছমা ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে মারা গেছে
তারিখ: ১১-সেপ্টেম্বর-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে স্বামীর নির্যাতনে গুরুতর আহত আছমা আক্তার মারা গেছে। গতকাল বৃহস্পতিবার আছমা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গত ৫ দিন আছমা ওই হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিল। গতকাল দুপুরে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের নিকট হস্থান্তর করা হয়। জানা যায়, চুনারুঘাট উপজেলার হাতুন্ডা গ্রামের নিম্বর আলীর পুত্র রাজমিস্ত্রী রমজান আলী একই উপজেলার পাকুরিয়া গ্রামের বাসিন্দা হবিগঞ্জ ‘ল’ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আছমা আক্তার (৩০) কে ভালবেসে বিয়ে করে। বিয়ের পর থেকেই তার উপর নানা কারণে নির্যাতন চালায় রমজান। এ ঘটনায় আছমা হবিগঞ্জ আদালতে রমজান আলীসহ কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা করে। এরপর থেকে রমজান আলী ক্ষিপ্ত হয়ে উঠলেও কৌশল অবলম্বন করতে থাকে। আর এতে সহজেই পা দেয় আছমা। তাকে কৌশলে গত শনিবার সাতছড়ি জাতীয় উদ্যানে বেড়াতে নিয়ে যায় স্বামী। গহীন অরণ্যে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যার চেষ্টা চালায়। এ সময় আছমা চিৎকার শুরু করলে বন বিভাগের লোকজন এগিয়ে আসে। অবস্থা বেগতিক দেখে রমজান ও তার সহযোগিরা পালিয়ে যায়। পরে আছমার পরিবারের লোকজন খবর পেয়ে তাকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। পরে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গত ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আছমা হেরে যায়।

প্রথম পাতা
শেষ পাতা