চুনারুঘাটে স্বামীর নির্যাতনে নিহত গৃহবধু রুবির ময়না তদন্ত ॥ পিতার বাড়িতে দাফন
তারিখ: ১১-সেপ্টেম্বর-২০১৫
চুনারুঘাট প্রতিনিধি ॥

চুনারুঘাটে যৌতুক লোভী স্বামী ও তার  পরিবারের লোকজনের নির্যাতনে নিহত সেগুনা আক্তার রুবির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে গতকাল বৃহস্পতিবার। পরে সন্ধ্যায় নবীগঞ্জ সাতাইয়াল গ্রামে পিতারবাড়িতে পারিবারিক কবরস্থানে  দাফন করা হয়েছে। চাঞ্চল্যকর এ নৃশংস হত্যাকান্ডে চুনারুঘাট ও নবীগঞ্জের সচেতন মহলের মাঝে তোলপাড় সৃষ্টি হয়েছে। সবার একই কথা পিতৃহীন দরিদ্র ৬ মাসের অন্তঃসত্ত্বা রুবির কি অপরাধ ছিল। এ ব্যাপারে চুনারুঘাট থানায় নিহতের বড় বোন রাশেদা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। উল্লেখ্য, গত বুধবার সকালে উপজেলার উবাহাটা ইউনিয়নের উলুকান্দি গ্রামের সফাত উল্লাহর ছেলে আরজু ও তার পরিবারের লোকজন নির্মমভাবে নির্যাতন চালিয়ে হত্যা করে গৃহবধু সেগুনা আক্তার রুবিকে। মৃত্যুর খবর পেয়ে রুবির স্বজনরা উলুকান্দি গ্রামে এসে মৃতদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন এবং থানা পুলিশকে খবর দেন। পরে বিকাল ৪টায় পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে আসামীরা আত্মগোপন রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই সুদ্রিপ বড়–য়া জানান,  আসামীরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। আসামীদেরকে গ্রেফতার করলেই হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে।

প্রথম পাতা
শেষ পাতা