বাহুবলের পাঁচ গ্রাম নেতা সামসুল হোসেন দরবেশ স্মরণে শোকসভা
তারিখ: ১১-সেপ্টেম্বর-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম নেতা প্রয়াত সামসুল হোসেন দরবেশ স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় মিরপুর বিশ্বরোড পয়েন্টে এ শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পাঁচ গ্রামের আয়োজনে উক্ত শোকসভা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আরজু মিয়া। সাবেক ছাত্রনেতা বদরুর রেজা সেলিমের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, বিশিষ্ট রাজনীতিবিদ শফিকুর রহমান ফারছু, বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, ২৮ পরগনার নেতা এনাম আহমেদ চৌধুরী, ৮ গ্রাম নেতা আলহাজ্ব আকাদ্দছ মিয়া বাবুল, বিশিষ্ট রাজনীতিবিদ ইসলাম তরফদার তনু, বিশিষ্ট শ্রমিক নেতা আসকার আলী, বিশিষ্ট ব্যবসায়ি হাজী মকসুদ আলী, বিশিষ্ট সমাজসেবক নীরঞ্জন সাহা নীরু, মাওলানা আব্দুল বারি আনসারী, বিশিষ্ট রাজনীতিবিদ ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার, মিরপুর উন্নয়ন ফোরামের উপদেষ্টা ও মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল আউয়াল, মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, মিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাঃ রমিজ আলী, এডভোকেট হাবিবুর রহমান চৌধুরী, বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সামসুদ্দিন, প্রভাষক আইয়ুব আলী, বিশিষ্ট রাজনীতিবিদ ডাঃ এমদাদুল হক সবুজ, মিরপুর উন্নয়ন ফোরামের নির্বাহী সভাপতি দিদার এলাহী সাজু, মরহুম সামসুল হোসেন দরবেশের পুত্র ফয়সল আহমেদ চৌধুরী, শ্রমিক নেতা নুরুল আমিন শাহজাহান, সাবেক ছাত্রনেতা এনামুল হক এনাম, যুবনেতা অলিউর রহমান, ছাত্রনেতা আব্দুল আহাদ কাজল, মোঃ শাহিন মিয়া, জামাল উদ্দিন, এম এ রশিদ প্রমুখ।

প্রথম পাতা
শেষ পাতা