বাহুবলের জয়পুরে এমপি মুনিম বাবু ॥ শিক্ষা খাতে টেকসই উন্নতি সাধনই আমার প্রধান লক্ষ্য
তারিখ: ৬-অক্টোবর-২০১৫
দিদার এলাহী সাজু ॥

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা হবিগঞ্জ-১ আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, ‘আজকের শিশুরাই সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের হাতিয়ার। তারাই নেতৃত্ব দেবে আগামীর বাংলাদেশ। তাই তাদেরকে উপযুক্ত পরিবেশে যথাযথভাবে গড়ে তুলতে হবে।’ তিনি বলেন, ‘আমি দায়িত্ব নেয়ার পর থেকে এ পর্যন্ত শিক্ষাখাতে ব্যাপক বরাদ্দ দিয়েছি। যা ইতিপূর্বে কল্পনাও করা যায়নি। আগামীতেও আমি শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেব। যাতে করে পিছিয়ে পড়া নবীগঞ্জ-বাহুবলের শিক্ষা খাতে টেকসই উন্নতি সাধিত হয়, আপাতত এটাই আমার প্রধান লক্ষ্য। কারণ শিক্ষিত সচেতন মানুষ ছাড়া উন্নতির শিখরে পৌছা সম্ভব নয়।’ এমপি মুনিম চৌধুরী বাবু গতকাল সোমবার দুপুরে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মিরপুর ইউনিয়ন জাতীয় পার্টি ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব জহিরুল হকের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান অনুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা শিক্ষা অফিসার জ্যোতিষ রঞ্জন চন্দ্র, জাপা নেতা উস্তার মিয়া তালুকদার, বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সামসুদ্দিন, মিরপুর কলেজের প্রভাষক আব্দুল হাই ভূইয়া, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ডাঃ এমদাদুল হক সবুজ, উপজেলা যুবসংহতির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হাই, যুবনেতা শাহীন মুন্সী, উপজেলা যুবসংহতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আজাদ, মিরপুর ইউনিয়ন যুবসংহতির সাবেক সভাপতি মোঃ রফিক মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আহাদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মোঃ কাজল আহমেদ, পুটিজুরী যুবসংহতির সাবেক সভাপতি ওয়াহিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, যুবসংহতি নেতা মোতালেব মিয়া, কাজল মিয়া, দুলাল মিয়া প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন বিদ্যালয়ের সহ-সভাপতি নুরুন্নাহার বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য ১ লক্ষ টাকা বরাদ্দের ঘোষনা দেন।

প্রথম পাতা
শেষ পাতা