রিক্সা শ্রমিকদের সেচ্ছাশ্রমে বানিয়াচং সদরের রাস্তা মেরামত
তারিখ: ৬-অক্টোবর-২০১৫
বানিয়াচং প্রতিনিধি ॥

রিক্সা শ্রমিকরা সেচ্ছাশ্রমে বানিয়াচং সদর বড়বাজার থেকে ৫/৬নং বাজার পর্যন্ত পাকা সড়কের খানাখন্দকগুলি মাটি ভরাট করেছেন। সরেজমিনে দেখা যায়, গতকাল সোমবার সকাল থেকে সন্ধা পর্যন্ত আজিজুরসহ ১০ জন রিক্সা শ্রমিক ৫/৬ নং বাজার থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন মাস্টারের বাড়ি সংলগ্ন ওই সড়কে সহস্্রাধিক গর্ত মাটি দিয়ে ভরাট করেন। ফলে ১কিলোমিটার রাস্তায় ক্ষুদ্র যানবাহন আপাতত চলাচলের উপযুগী হওয়ায় স্বস্থি প্রকাশ করেছেন ভূক্তভোগীরা। উল্লেখ্য বানিয়াচং উপজেলার পাকা সড়কগুলি সংরক্ষনে প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বিশাল বিশাল গর্ত ও খানাখন্দকে পরিনত হয়ে পড়েছে। কোন কোন সড়কে পানি জমে সড়কের আকার নিরুদ্দেশ হয়ে মরণফাঁদে পরিনত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পাশ্ববর্তী বাড়ি কিংবা বাজারের পানি সড়কে উপর দিয়ে নীচু স্থানে নেমে আসে পানি। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত পাকারাস্তাগুলি অল্পদিনেই ভেঙ্গে যাচ্ছে। খানাখন্দক ও ভাঙ্গা রাস্তায় জনগণকে পোহাতে হচ্ছে দূর্ভোগ।

প্রথম পাতা
শেষ পাতা