রোটারী ক্লাবের সাপ্তাহিক সভায় শামছুদ্দিন আহমেদ এমবিই ॥ রোটারী ক্লাব অব হবিগঞ্জের সামাজিক কর্মকান্ড সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে
তারিখ: ৬-অক্টোবর-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

রোটারী ক্লাব অব হবিগঞ্জ এর নিয়মিত সাপ্তাহিক সভা গত রবিবার স্থানীয় স্কাই কুইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট এডভোকেট আবুল খায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংল্যান্ড প্রবাসী হবিগঞ্জের কৃতি সন্তান সামছুদ্দিন আহমেদ এমবিই। ইনভোকেশনের মাধ্যমে সভার কাজ শুরু হয়। ক্লাব সেক্রেটারী এডভোকেট লুৎফুর রহমান তালুকদার এর পরিচালনায় ক্লাব সভায় সদস্যদের জন্মদিন ও বিবাহ বার্ষিকীর অভিনন্দন জানানো হয় ও ক্লাবের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়। ক্লাব প্রেসিডেন্ট এডভোকেট আবুল খায়েরের এর জন্মদিন, পিপি এমএ শহীদ সালেহ আহমেদ ও শরীফুন্নেছা ভূঁইয়ার বিবাহ বার্ষিকী ও পিপি এমএ রাজ্জাকের সহধর্মিনী রুকসানা বেগম জনির জন্ম বার্ষিকী উপলক্ষে উপহার হস্তান্তর করা হয়। রোটারী ক্লাব অব হবিগঞ্জ এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সম্পর্কে আলোচনা করেন পিপি সুভাষ চন্দ্র দেব, পিপি পূণ্যব্রত চৌধুরী, পিপি এডভোকেট সালেহ উদ্দিন আহমদ, পিপি শফিকুর বারী আউয়াল, পিপি রেজাউল মোহিত খান। আলোচনা শেষে চার্টার প্রসিডেন্ট শহীদ উদ্দিন চৌধুরীকে আহবায়ক করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি চার্টার ডে পালন সম্পর্কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। সভায় সম্মানত অতিথি শামছুদ্দিন আহমদ এমবিই তার বক্তব্যে রোটারী ক্লাব অব হবিগঞ্জের বিভিন্ন কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন। আগামীতে আর্তমানবতার কাজে এই ক্লাব আরো অনেক বেশী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। এ সময় সম্মানিত সমিতির বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ নিয়ে বক্তব্য রাখেন পিপি জগদীশ চন্দ্র মোদক, পিপি এমএ রাজ্জাক ও পিপি শামীম আহছান। বিশেষ করে ২০০৯ সালে ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত রোটারী ইন্টারন্যাশনাল কনফারেন্সে যোগদানকারী রোটারী ক্লাব অব হবিগঞ্জের ৫জন সদস্যকে শামছুদ্দিন আহমেদ এর আতিথেয়তার কথা গভীরভাবে কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়।

প্রথম পাতা
শেষ পাতা