বানিয়াচঙ্গে শালিস বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২০
তারিখ: ৬-অক্টোবর-২০১৫
বানিয়াচং প্রতিনিধি ॥

বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে শিশু-নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে বানিয়াচং সদর ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের প্রথমরেখ মহল্লায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। টেটাবিদ্ধ অবস্থায় ১ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ও ১২ জনকে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, গত শুক্রবার দুপুরে প্রথমরেখ মহল্লার কমল হোসেনের ভাইয়ের সাথে কাজল মিয়ার ছেলের ঝগড়া হয়। এই দুই জনের ঝগড়া নিরসনে প্রাম্য পঞ্চায়েত কমিটি দুই পক্ষকে নিয়ে সোমবার দুপুরে একই মহল্লার বিজয় সংঘের সামনে সালিশ বৈঠকে বসেন। কাজল মিয়াসহ সালিশানদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে শালিসের সভাপতি ইদ্রিছ খাঁ রায় প্রদান করেন। কমল হোসেন এ রায় মেনে নেয়নি। এনিয়ে তর্কাতর্কির পর দুই পক্ষের লোকদের মধ্যে ধাওয়া পাল্ট ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে শালিশানদের উপস্থিতিতে দুই দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে ঝাপিয়ে পড়ে। সংঘর্ষে আমির হোসেন নামে এক ব্যক্তি টেটাবিদ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ফজলু মিয়া, সুফিয়া বেগম, আলা মিয়া, সাধু মিয়া, রেজিয়া আক্তার, এনামুল হোসেন, চাঁন মিয়া, জসিম, লিমন, রেজাউলকে বানিয়াচং হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

প্রথম পাতা
শেষ পাতা