ফিল্মি স্টাইলে মোটর সাইকেল দিয়ে ব্যারিকেড সৃষ্টি ॥ নবীগঞ্জে প্রকাশ্যে দিবালোকে এক ব্যক্তির ৬ লাখ টাকা ছিনতাই
তারিখ: ৬-অক্টোবর-২০১৫
বুলবুল আহমদ, নবীগঞ্জ ॥

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে প্রকাশ্যে দিবালোকে ফিল্মি স্টাইলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীরা মোটর সাইকেল দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে এক সিএনজি যাত্রীর ৬ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। তখন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আব্দুর রহিম (৫৮) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুর প্রায় ১টায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকাস্থ ঢাকা-সিলেট মহাসড়কে। ছিনতাইয়ের শিকার কামারগাও গ্রামের মান উল্লার পুত্র আহত আব্দুর রহিম জানান, তিনি তার গ্রামের একটি সমিতির অর্থ সম্পাদক। উল্লেখিত সময়ে নবীগঞ্জ শহরের মার্কেন্টাইল ব্যাংকে উক্ত সমিতির ৬ লক্ষ টাকা জমা রাখতে বাড়ি থেকে রওনা দেন। সৈয়দপুর বাজার থেকে তিনি একটি সিএনজি (হবিগঞ্জ থ ১১-৬০৮)তে উঠেন। সিএনজিটি ঢাকা-সিলেট মহাসড়কের ভাঙ্গারপুল ও বাজকাশারা গ্রামের মধ্যবর্তী স্থানে পৌছলে দুটি মোটর সাইকেল নিয়ে ৫ ছিনতাইকারী ব্যারিকেড সৃষ্টি করে। এসময় কোন কিছু বুঝে উঠার আগেই আব্দুর রহিমকে ছুরিকাঘাত করে টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। আহত অবস্থায় আব্দুর রহিম শোর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলেও ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত আব্দুর রহিমকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এ ঘটনায় সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে।

প্রথম পাতা
শেষ পাতা