উমেদনগরে মতবিনিময় সভায় মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম ॥ নগর পিতা নয়-একজন সেবক হিসাবে আপনাদের উন্নয়নে কাজ করতে চাই
তারিখ: ২৯-নভেম্বর-২০১৫
প্রেস বিজ্ঞপ্তি ॥

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম বলেছেন নগর পিতা নয়, একজন সেবক হিসাবে হবিগঞ্জের উন্নয়নে কাজ করতে চাই। গতকাল উমেদনগর পশ্চিম এলাকায় অনুষ্ঠিত এক বিশাল মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন উমেদনগর খাতা কলমে পৌরসভার এক নম্বর ওয়ার্ড কিন্তু উন্নয়নের ক্ষেত্রে হবিগঞ্জের সব ওয়ার্ডের পেছনে। তিনি বলেন আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসাবে মনোনীত হয়ে যদি তিনি পৌর মেয়র হিসাবে নির্বাচিত হতে পারেন তবে উমেদনগরের উন্নয়নে হবিগঞ্জের উন্নয়নের রূপকার আলহাজ¦ অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপির সহযোগিতার বিশেষ ভাবে দৃষ্টি দেবেন। উমেদনগর পশ্চিম এলাকার বিশিষ্ট মুরুব্বি সোনাই মিয়া সরদারের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা বিপুল রায়ের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক বোরহানউদ্দিন চৌধুরী, উমেদনগর পশ্চিম এলাকার বিশিষ্ট মুরুব্বি ও সাবেক ওয়ার্ড কমিশনার আলহাজ্ব মোঃ ইউনুস মিয়া, আব্দুল আলী খান, মাস্টার আব্দুল আজিজ খান, মোঃ বারী খাঁ, মতিন মিয়া, মোঃ কুতুব মিয়া, সৈয়দ আলী, মফিজ মিয়া, ইনু মিয়া, জিতু মিয়া, নুর মিয়া, মজিদ খান, আব্দুল হামিদ খান, আফজল খান, আছাদ মিয়া, জুম্মন খান, করাব ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ, যুবলীগ নেতা আলাই চৌধুরী, কৃষক লীগ নেতা মনিরুল আলম বাছির প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে আতাউর রহমান সেলিমকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে উল্লেখ করে তাকে একক মেয়র প্রার্থী ঘোষনার জন্য জেলা আওয়ামীলীগ নেতৃত্বের প্রতি জোর দাবী জানান।

প্রথম পাতা
শেষ পাতা