হবিগঞ্জে গউছ-শায়েস্তাগঞ্জে অলি ও চুনারুঘাটে শামছু বিএনপির প্রার্থী চুড়ান্ত
তারিখ: ২৯-নভেম্বর-২০১৫
আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ ॥

হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট পৌরসভার বিএনপি সমর্থিত বর্তমান মেয়ররাই দলের মনোনয়নের জন্য চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন। এক্ষেত্রে মনোনয়ন পাচ্ছেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বর্তমান মেয়র আলহাজ্ব জি কে গউছ, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেযর ফরিদ আহমেদ অলি ও চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু। গতকাল শনিবার প্রভাবশালী একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে হবিগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র (সাময়িক বরখাস্তকৃত) জি কে গউছ সাবেক অর্থমন্ত্রী এএসএম কিবরিয়া হত্যা মামলায় কারাগারে আটক রয়েছেন। দৈনিকটির প্রতিবেদনে দেশের অনেক পৌরসভায় বিএনপি দলীয় মেয়র প্রার্থীদের নামের তালিকাও প্রকাশ করে। তালিকায় বলা হয়েছে, সিলেট ও হবিগঞ্জ জেলার বর্তমান মেয়ররাই মনোনয়ন তালিকায় চুরান্ত রয়েছে। প্রতিবেদনটিতে জি কে গউছ ও ফরিদ আহমেদ অলির নাম প্রকাশ না করলেও চুনারুঘাটের জন্য বর্তমান মেয়র নাজিম উদ্দিন সামছুর নাম প্রকাশ করা হয়েছে।

এদিকে, হবিগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র কারাবন্দি আলহাজ্ব জি কে গউছ নির্বাচন করবেন কিনা তা এখনো অস্পষ্ট সবার কাছে। তিনি বর্তমানে সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলার আসামী হিসেবে কারাগারে রয়েছেন। তার পরিবার কিংবা অনুসারীরাও এ ব্যাপারে মুখ খুলতে নারাজ। অপরদিকে, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি সভাপতি আমিনুর রশীদ এমরান ও জেলা বিএনপি’র অপর যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম তরফদার তনু ও প্যানেল মেয়র আবুল হাসিম গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

শায়েস্তাগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র ফরিদ আহমেদ অলির সাথে দলীয় মনোনয়ন ও ধানের শীষ পেতে প্রতিযোগিতায় নেমেছেন পৌর যুবদলের সভাপতি বর্তমান কাউন্সিলর আব্দুল মজিদ। চুনারুঘাট পৌরসভার বর্তমান মেয়র নাজিম উদ্দিন সামছু ছাড়া অন্য কোন প্রার্থী না থাকায় তার নাম চূড়ান্ত করেছে বিএনপি’র কেন্দ্র।

তৃণমূলের রিপোর্টের ভিত্তিতে তৈরি খসড়া থেকে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়। এতে কারাবন্দি অনেক নেতার নামও আছে। নামের লিস্ট দলের চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে। চূড়ান্ত প্রার্থীদের নাম কেন্দ্র থেকে পর্যায়ক্রমে জানিয়ে দেয়া হচ্ছে।

জানা যায়, যুগ্ম মহাসচিব শাহজাহানের নেতৃত্বে আট সদস্যের একটি দল গত কয়েক দিন ধরে তৃণমূল থেকে পাঠানো নেতাদের নাম নিয়ে কাজ করেন। নানা ধরনের যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে খসড়া তালিকা তৈরি করেন। গত বৃহস্পতি ও শুক্রবার এ তালিকা থেকে প্রার্থীদের নাম চূড়ান্ত করেন। কৌশলগত কারণে কোথাও কোথাও একাধিক প্রার্থী রাখা হয়েছে। তবে অধিকাংশ স্থানে বিএনপি সমর্থিত বর্তমান মেয়রের নাম প্রার্থী তালিকায় রাখা হয়েছে।

প্রথম পাতা
শেষ পাতা