চুনারুঘাটে ‘রাজনৈতিক স্বদিচ্ছাই দুর্নীতি প্রতিরোধে মুখ্য ভুমিকা রাখতে পারে’ শীর্ষক বিতর্ক
তারিখ: ১১-ফেব্রুয়ারী-২০১৫
চুনারুঘাট প্রতিনিধি ॥

চুনারুঘাটে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ‘রাজনৈতিক স্বদিচ্ছাই দুর্নীতি প্রতিরোধে মুখ্য ভুমিকা রাখতে পারে’ বিষয়ের উপর  বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলার দূর্গাপুর আলোর পথে উচ্চ বিদ্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিষয়ের পক্ষে বিতর্ক করে আলোর পথে উচ্চ বিদ্যালয় ও এর বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে রামশ্রী সৈয়দ শামসুর রহমান উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা। পরে বিচারক উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করে আলোর পথে উচ্চ বিদ্যালয়কে বিজয়ী ঘোষণা করেন। বিতর্কে শ্রেষ্ঠ বিতার্কিক হন বিজয়ী দলের দলনেত্রী ৮ম শ্রেণীর ছাত্রী মৌমিতা চৌধুরী। দুদক চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আঃ মালেক মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্পাদক আলহাজ্ব শাহ্ আহাম্মদ আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক সিলেট বিভাগীয় পরিচালক ড. আবুল হাছান। বিশেষ অতিথি ও বিতর্ক প্রতিযোগিতার বিচারণ হিসেবে উপস্থিত ছিলেন, দুদক হবিগঞ্জ-মৌলভীবাজার জেলার উপ-পরিচালক মোঃ আবুল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন,  আলোর পথে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও হবিগঞ্জ মটর মালিক গ্র“পের নির্বাহী সদস্য ফজলুল হক তালুকদার কাজল, প্রধান শিক্ষক মোঃ মকসুদ আলী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও আলোর পথে ইসলামী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ কামাল উদ্দিন, হবিগঞ্জ মটর মালিক গ্র“পের সম্মানিত সদস্য মোঃ তাজুল ইসলাম,  রঘুরাপুর চাইল্ড ফেয়ার একাডেমীর অধ্যক্ষ সাংবাদিক এস আর রুবেল মিয়া ও উভয় বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিতর্কে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্রথম পাতা