জেলা আইন শৃংখলা সভায় সিদ্ধান্ত ॥ হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে সিএনজি চলাচল করলে জরিমানা করবেন ভ্রাম্যমান আদালত
তারিখ: ১১-ফেব্রুয়ারী-২০১৫
আখলাছ আহমেদ প্রিয় ॥

জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে সিএনজি চলাচল করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হবে বলে সিদ্ধান্ত সভায় নেয়া হয়েছে। এছাড়াও হবিগঞ্জ পৌরসভা কর্তৃক শহরের যাত্রী ছাউনি নির্মাণ, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ গোল চত্ত্বরে যানজট নিরসনে প্রশাসনের ভূমিকা জোরদার করা হবে সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে জেলা আইন শৃংখলা কমিটির সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আলমগীর চৌধুরী, বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আতর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম প্রমূখ।

প্রথম পাতা