নবীগঞ্জে শাহ্ তাজ উদ্দিন কোরেশী (রঃ) এর ২ দিন ব্যাপী ওরস অনুষ্ঠিত
তারিখ: ১১-ফেব্রুয়ারী-২০১৫
প্রেস বিজ্ঞপ্তি ॥

৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গী শাহ্ তাজ উদ্দিন কোরেশী (রঃ) এর ২ দিন ব্যাপী ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নবীগঞ্জ উপজেলার চৌকি বিলপাড়ে শাহজালাল (রঃ) এর সফর সঙ্গী শাহ্ তাজ উদ্দিন কোরেশী (রঃ) এর ওরস মোবারকের প্রথম দিন তার অধনস্ত পুরুষ মাজার সংলগ্ন বিলপাড়ে আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসায় সকাল ১০টা থেকে পবিত্র কোরআন খতম, বাদ যোহর মাজারের মোতাওল্লীর পক্ষ থেকে গিলাফ ছড়ানো ও মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বয়ান করেন মাওলানা কাদির উদ্দিন, মাওলানা হাফেজ মকদ্দছ আলী, মাওলানা ইলিয়াছ ভূইয়া, হাফেজ এখলাছুর রহমান খান, ক্বারী আব্দুর নূর, কাজী আব্দুল হালিম ও মাদ্রসার শিক্ষক হাফেজ গিয়াস উদ্দিন। এতে নাত পেশ করেন মাদ্রাসার শিক্ষার্থী আলাউদ্দিন, আবু রায়হান, রোমান মিয়া, লায়েছ মিয়া, রাজন মিয়া, সেফাজুল ইসলাম, হাফেজ বদরুল আলম, হাফেজ মুস্তাকিম তালুকদার, হাফেজ মোঃ মিজান, হাফেজ মোঃ শাহিন মিয়া প্রমূখ। পবিত্র ওরসে সকলের সহযোগীতা কামনা করেন মাজারের মোতাওয়াল্লী আব্দুল হামিদ চৌধুরী। মাদ্রাসার ছাত্র আব্দুল মুকিত পবিত্র কোরআন হিফজ করায় তাকে পাগড়ি পড়িয়ে দেন মাওলানা হাফেজ মকদ্দছ আলী। পাগড়ি পাওয়া ছাত্রের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন মাদ্রাসার পরিচালকবৃন্দ।

প্রথম পাতা