এমপি আবু জাহিরের সহযোগীতায় ॥ হবিগঞ্জের মরহুম দুই আওয়ামীলীগ নেতার পরিবারকে ১৬ লাখ টাকা অনুদান
তারিখ: ১১-ফেব্রুয়ারী-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জের মরহুম দুই আওয়ামীলীগ নেতার পরিবারের সদস্যদের ভরণপোষনের জন্য প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ১৬ লাখ টাকা অনুদান মঞ্জুর করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী নিকট থেকে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদস-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির-এর সহযোগীতায় শোকাহত ওই দুই পরিবারকে উল্লেখিত পরিমান টাকা মঞ্জুর করেন। প্রসঙ্গত, বাহুবল উপজেলা আওয়ামীলীগ সভাপতি, ইউপি চেয়ারম্যান, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি কাকুল শাহরিয়া চৌধুরী পিপলু ২০১৫ সালের ৩ আগস্ট কিডনীজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এছাড়া লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দেশের সর্বকনিষ্ঠ নির্বাচিত ইউপি চেয়ারম্যান এবং লাখাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ কামাল তালুকদার মোশাহিদ মাধবপুর উপজেলা হরষপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারান। পরবর্তীতে উভয় নেতার অকাল মৃত্যুতে তাদের পরিবার-পরিজনের পক্ষে হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির প্রধানমন্ত্রীর নিকট আর্থিক সাহায্য পাওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাঁর ত্রান তহবিল থেকে শাহরিয়ার চৌধুরী পিপলুর পরিবার-পরিজনের ভরপোষনের জন্য ১০ লাখ টাকা ও  মোরশেদ কামাল তালুকদার মোশাজিদের পরিবারের তরণপোষনের জন্য ৬ লাখ টাকা মঞ্জুর করেন। এ ব্যাপারে গতকাল সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরের সাথে কথা বললে তিনি মরহুম আওয়ামীলীগ নেতাদের পরিবার-পরিজনের ভরণপোষনের জন্য আর্থিক সাহায্য করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রথম পাতা