চুনারুঘাটের সাবিহা চৌধুরী বিদ্যালয়ের নির্বাচনে অনিয়মের অভিযোগে মামলা
তারিখ: ৬-মে-২০১৫
চুনারুঘাট প্রতিনিধি ॥

চুনারুঘাট উপজেলার সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের তফশীল ঘোষণায় অনিয়মের অভিযোগ উঠেছে। জানা যায়, অত্র বিদ্যালয়ের দাতা সদস্য নিয়োগের ব্যাপারে প্রবিধান আছে, দাতা সদস্য আজীবন সদস্য হিসাবে থাকবেন। তাহার মৃত্যুর পর তাহার উত্তরাধিকারী কেউ দাতা সদস্য হতে পারবে না। কিন্তু সেই বিধি উপেক্ষা করে স্কুলের সম্পাদক ও প্রধান শিক্ষক বিদ্যালয়ের নির্বাচনের তফশীল ঘোষণা করেছেন। অত্র বিদ্যালয়ের দাতা সদস্য গোয়াছপুর গ্রামের নিবাসী হাজী আঃ শহীদ জমি দান করে আজীবন দাতা সদস্য হন। কিন্তু তিনি বিগত ১৬ বৎসর পূর্বে মৃত্যুবরণ করলে তার স্থলাভিষিক্ত হন পুত্র মোঃ শফিকুর রহমান। এর বৈধতা চ্যালেঞ্জ করে অন্য দাতা সদস্য হাজী সিরাজ মিয়া নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শফিকুর রহমানকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করেন। আদালত তা আমলে নিয়ে শফিকুর রহমানের দাতা সদস্য পদ কেন অবৈধ হবেনা তা ২০ দিনের মধ্যে জানানোর জন্য একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করেন।

প্রথম পাতা
শেষ পাতা