চুনারুঘাটে জমির পানি সেচকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৭জন আহত
তারিখ: ৬-মে-২০১৫
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥

চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামে জমির পানি সেচের একটি খাল কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৭ জন আহত হয়েছে। আহতরা হল ওই গ্রামের মৃত হাজ্বী নুর হোসেনের স্ত্রী পর্তিঙ্গা বেগম (৫০), তার পুত্র উজ্জ্বল মিয়া, (২৬), আল আমিন (১৬) লাল মিয়া (৪৮), মৃত আমির হোসেনের পুত্র বাবুল মিয়া (৪৫) তার বড় ভাই সাবেক ইউ-পি মেম্বার দিদার হোসেন (৫৫) ও তার পুত্র মোঃ রুমি (১৫)। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে লাল মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং কর্তব্যরত ডাক্তার অন্য ৬ জনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এলাকাবাসী সূত্রে জানাযায়, গত বুধবার দুপুরে ওই গ্রামের হাজ্বী নুর হোসেনের পুত্র উজ্জ্বল মিয়া ও একই বাড়ির মৃত আমির হোসেনের পুত্র বাবুল মিয়ার পরিবারের লোকজনের মাঝে জমির পানি সেচের একটি খালকে কেন্দ্র করে ঝগড়া বাধেঁ। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে উভয় পক্ষের মহিলাসহ ৭জন আহত হয়।

প্রথম পাতা
শেষ পাতা