বানিয়াচঙ্গ উপজেলা যুবসংহতির সভাপতি রবিউল আলম রবির পিতার ইন্তেকাল
তারিখ: ৬-মে-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

 বানিয়াচঙ্গ উপজেলা   যুবসংহতির   সভাপতি   রবিউল আলম রবির পিতা যাত্রাপাশা গ্রামের বিশিষ্ট মুরুব্বী ইছাক উলাহ বুধবার সকাল ৬টা ১৫ মিনিটে বাধক জনিত কারণে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন   (ইন্না...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স   হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি ৬ ভাই, স্ত্রী, ৪পুত্র, ৪ কন্যা, নাতি, নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। স্থানীয় মসজিদে জোহরের নামাজ শেষে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে বানিয়াচং উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন খানসহ বিভিন্ন রাজ নৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট মুরুব্বীয়ান উপস্থিত ছিলেন। সকালে মরহুমের মৃত্যুর সংবাদ শোনে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শংকর পালসহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ মরহুমের বাড়িতে ছুটে যান। এ সময় শংকর পালসহ জাপা নেতাকর্মীরা মরহুমের পরিবারের লোকজনদের শান্তনা দেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা আহ্বায়ক আলহাজ্ব আতিকুর রহমান আতিক, সদস্য সচিব শংকর পাল, যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ চৌধুরী, তৌহিদুল ইসলাম তৌহিদ, আব্দুল মোক্তাদীর চৌধুরী অপ আব্দুল মুকিত লস্কর, জেলা তরুণ পার্টির আহ্বায়ক প্রভাষক এসএম লুৎফুর রহমান। নেতৃবৃন্দ মরহুমের বিদেয়ী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রথম পাতা
শেষ পাতা