চুনারুঘাট-মাধবপুর সীমান্তে ৯ লাখ টাকার ভারতীয় মদ ও গাজা আটক করেছে বিজিবি
তারিখ: ৬-মে-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

চুনারুঘাট-মাধবপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাজা আটক করেছে বিজিবি। গত বুধবার পৃৃথক অভিযানে প্রায় ৯ লাখ টাকা মূল্যের এসব মদ ও গাজা আটক করা হয়। জানা যায়, চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাল্লা সীমান্তের টেকেরঘাট এলাকায় গত বুধবার রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় ৩শত ৯৫ বোতল ভারতীয় মদ আটক করা হয়। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। এ দিকে, একই দিন রাত সাড়ে ১২ টায় মাধবপুর উপজেলার শ্রীধরপুর ব্রীজ নামক স্থানে অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় ৮ শত কেজি ভারতীয় গাজা ও ১১৬ বোতল মদ আটক করা হয়। আটক অভিযানে নেতৃত্ব দেন মনতলা বিওপি’র নায়েক সুবেদার হাবিবুর রহমান। আটককৃত গাজা ও মদের মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। উভয় অভিযানে কোন মাদক ব্যবসায়ীকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রথম পাতা
শেষ পাতা