স্বাস্থ্য বিভাগ এবং মা মনি এইচএসএস প্রকল্পের মাতৃ মৃত্যুর কারণ অনুসন্ধান প্রকল্পের পরিদর্শন
তারিখ: ২৬-মে-২০১৬
স্টাফ রিপোর্টার ॥

আজমিরীগঞ্জে নিরাপদ মাতৃত্ব দিবস মে-২০১৬ উপলক্ষে বিগত ১ বছরে আজমিরীগঞ্জ উপজেলায় গর্ভ ও প্রসব জনিত জটিলতায় ৫ জন মা মারা যায়। এই দিবসকে সামনে রেখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ আজমিরীগঞ্জ ও মা মনি এইচ এস এস প্রকল্পের উদ্যোগে মাতৃহারা পরিবার পরিদর্শনের জন্য একটি টিম গঠন করা হয়। যাদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ এইচ এম মামুন, আর এম ও ডাঃ মোঃ মাকসুদুর রহমান, এএইচআই দেবরায় চৌধুরী, এফপিআই মাকসুদুল হক, টেকনিক্যাল অফিসার মোঃ রিয়াদ উদ্দিন, সাংবাদিক মোঃ রাসেল ও স্থানীয় প্রতিনিধিগন। তারা প্রতিটি মৃত্যুর কারণ চিহ্নিত করার পাশাপাশি তাদের আর্থ সামাজিক অবস্থা ও মা হারা অবস্থায় কি ভাবে বেড়ে উঠছে তা পর্যবেক্ষণ করেন এবং প্রতিটি পরিবারের সদস্যদের কাছে বার্তা প্রদান করেন যেন কোন মা ভবিষ্যতে গর্ভ প্রসব ও প্রসব পরবর্তী জটিলতায় মারা না যায় সেজন্য গর্ভ কালীন অবস্থায় সেবা কেন্দ্র থেকে গর্ভকালীন সেবা গ্রহণ নিশ্চিত করা এবং সুস্থ্য নবজাতক এর জন্য নিরাপদ প্রসব এর পরিকল্পনা গ্রহণ নিশ্চত করা।

প্রথম পাতা