যুক্তরাজ্যে মতবিনিময় সভায় এমপি আবু জাহির ॥ হবিগঞ্জ-লাখাই নির্বাচনী এলাকাকে শতভাগ বিদ্যুতায়নের ব্যবস্থা গ্রহন করা হবে
তারিখ: ২৬-মে-২০১৬
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ-লাখাই নির্বাচনী এলাকা থেকে দুই বারের নির্বাচিত সংসদ সদস্য, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সদস্য  আলহাজ এডভোকেট আবু জাহির এমপি বলেছেন, আগামী এক বছরের মধ্যে তার নির্বাচনী এলাকায় শত ভাগ বিদ্যুতায়নের ব্যবস্থা গ্রহন করা হবে। গত সোমবার যুক্তরাজ্যের ব্রিক লেনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংসদ সদস্য এডভোকেট আবু জাহিরের যুক্তরাজ্য সফর উপলক্ষে শায়েস্তগঞ্জ সমিতি ইউকে ও চুনারুঘাট এসোসিয়েশন ইউকের যৌথ উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন। শায়েস্তা গঞ্জ সমিতি ইউকের সভাপতি এডভোকেট মীর গোলাম মোস্তফার সভাপতিত্বে  এবং শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের সাধারন সম্পাদক আব্দুল আহাদ সমন ও চুনারুঘাট এসোসিয়েশনের সাধারন সম্পাদক জালাল আহমদের যৌথ সঞ্চালনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এডভোকেট মীর গোলাম মোস্তফা। শায়েস্তাগঞ্জ সমিতি ইউ কের পক্ষ থেকে মুরাদ চৌধুরী, মোস্তাক আহমেদ, মোহাম্মদ শাহজাহান  এবং চুনারুঘাট এসোসিয়েশনের পক্ষ থেকে গিয়াস উদ্দিন ,আফজাল খাঁন, ইমরুল হুসাইন প্রধান অতিথি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মতবিনিময় সভায় প্রধান অতিথির সম্মানে মানপত্র পাঠ করেন চুনারুঘাট এসোসিয়েশনের সাধারন সম্পাদক জালাল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে  যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, চুনারুঘাট এসোসিয়েশনের সভাপতি গাজীউর রহমান গাজী, শায়েস্তাগঞ্জ সমিতি ইউ কের সহ-সভাপতি ব্যারিষ্টার তারেক চৌধুরী, হবিগঞ্জ ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ, গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামী লীগের সভাপতি সুরাবুর রহমান, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিলের সাধারন সম্পাদক সৈয়দ এ কিউ এম কয়ছর, গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল নাছের ওয়াহাব, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ,বার্মিংহাম শাখার সভাপতি কামাল আহমেদ, হবিগঞ্জ ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মুকিত চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিষ্টার এনামুল হক। সভায় বক্তাগন আধুনিক হবিগঞ্জের রূপকার মাটি ও মানুষের নেতা আলহাজ এডভোকেট আবু জাহির এমপির বলিষ্ট নেতৃত্বে জেলায় বৈপ্লবিক পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রধান মন্ত্রীর কাছে এডভোকেট আবু জাহিরকে মন্ত্রী হিসাবে নিয়োগ দেয়ার অনুরোধ জানান। সভায় এমপি আবু জাহির আরো বলেন, জনগনের সেবা করা এক ধরনের ইবাদত বলে তিনি আজীবন সাধারন মানুষের পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন। তিনি শায়েস্তাগঞ্জে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মান, হবিগঞ্জ সরকারী হাই স্কুল ও বিকেজিসি বালিকা বিদ্যালয়েকে কলেজে রূপান্তর, বাল্লা স্থল বন্দরের কার্য্যক্রম দ্রুত চালু করা সহ উন্নয়ন মুলক কাজ সম্পন্ন করার প্রতিশ্র“তি ব্যক্ত করেন। সভায় অন্যান্যের আরো বক্তব্য রাখেন, সাপ্তাহিক জনমতের বিশেষ প্রতিবেদক আমিনুল আহসান তানিম, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক জহিরুল হক শাকিল, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন, বার্মিংহাম  আওয়ামী লীগের সহ- প্রচার সম্পাদক রহমত আলী, ম্যানচেষ্টারের বিশিষ্ট ব্যাবসায়ী সুরুজ্জামান মান্নান, একাউন্ট্যান্ট ইমরুল হুসাইন, যুবলীগ নেতা শাহজাহান, ম্যানচেষ্টারের বিশিষ্ট ব্যাবসায়ী নাছিরুল আলম, আবিদ চৌধুরী প্রমুখ।

প্রথম পাতা