চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা
তারিখ: ৩০-জুন-২০১৬
খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট ॥

চুনারুঘাটের দেওরগাছ ইউনিয়নের দৌলত খা আবাদ থেকে কোন প্রকার লীজ ছাড়াই অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করার দায়ের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান অদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তনময় ইসলাম সুতাং নদীর পাশ্ববর্তী এলাকায় দৌলত খা আবাদ গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেছেন। সরেজমিনে দেখা যায়, গতকাল সুতাং নদীর পাশ্ববর্তী এলাকা দৌলত খা আবাদ গ্রামে ব্যক্তি মালিকানাধীন একটি জমিতে থেকে কোন প্রকার লিজ ছাড়াই প্রতিদিন বালু উত্তোলন করেন ইনাতাবাদ গ্রামের আব্দুল মতলিবের ছেলে আব্দুল হাই নামে এক বালু ব্যবসায়ী। প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার আব্দুল হাই তার লোকজন নিয়ে বালু উত্তোলন করে আসছে। এরই প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তনময় ইসলাম ওই এলকায় অভিযান চালিয়ে বালু সরঞ্জামের সকল যন্ত্রপাতি আটক করেন। পরে ওই স্থানে ভ্রাম্যমান আদালত বসিয়ে আব্দুল হাইকে ৫০ হাজার টাকা জরিমানা এবং সাথে সাথে আগামী ৩ দিনের ভিতরে বালু উত্তোলনের সকল সরঞ্জাম ওই স্থান থেকে সরানো নির্দেশ প্রদান করেন।  ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট তনময় ইসলাম জানান, কোন ছড়া বা নদী থেকে বালু উত্তোলন করতে গেলে খনিজ মন্ত্রনালয় থেকে লিজের অনুমোদন লাগে। ওই ব্যক্তি কোন অনুমোদন ছাড়াই অভৈধভাবে বালু উত্তোলন করা দায়ে তাকে এই জরিমানা প্রদান করা হয়। অবৈধভাবে বালু উত্তোলন করা অর্থদন্ড ও কারাদন্ডে আইন রয়েছে। তিনি আর জানান, সরকারে রাজস্ব আয় ফাকি দিয়ে অভৈধভাবে বালু উত্তোলন করা দেশের জন্য অর্থনৈতিক ক্ষতিকর।

প্রথম পাতা