চুনারুঘাটে অবৈধভাবে বালি উত্তোলনের সরঞ্জাম আটক করেছেন ভ্রাম্যমান আদালত
তারিখ: ১-জুলাই-২০১৬
খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট ॥

চুনারুঘাট উপজেলার পূর্বাঞ্চল এলাকার চামলতলি গ্রামে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অভৈধভাবে বালু উত্তোলনের শ্যালো মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান অদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তনময় ইসলাম কালেঙ্গা পাশ্ববর্তী এলাকায় চামলতলী বাজারে অভিযান চালিয়ে এ উল্লেখিত সরঞ্জাম জব্দ করেন। জানাযায়, চামলতলী বাজার এলাকা থেকে কোন প্রকার লিজ ছাড়াই প্রতিদিন বালু উত্তোলন করেন ওই এলাকার ইদ্রিস মিয়া ও কন্টা মিয়া নামে দুই বালু ব্যবসায়ী। প্রতিদিনের ন্যায় গতকাল তার লোকজন নিয়ে অভৈধভাবে বালু উত্তোলন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তনময় ইসলাম ওই এলকায় অভিযান চালিয়ে বালু সরঞ্জামের সকল যন্ত্রপাতি আটক করেন। ভ্রাম্যমান আদালতে খরব পেয়ে বালু ব্যবসায়ী পালিয়ে যায়। পরে ওই স্থানে সকল সরঞ্জাম উদ্ধার করে নিয়ে আসা। পরে জব্দকৃত শ্যালো মিশিন থানায় জিম্মায় রাখা হয়েছে। আকটকৃত বালু উত্তোলনের সরঞ্জাম পরে নিলাম দেয়া হবে। ভ্রাম্যমান আদালতে সহযোগিতায় ছিলেন চুনারুঘাট থানার এএসআই  মোঃ আলমাস মিয়াসহ একদল পুলিশ।

প্রথম পাতা