বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্সে ঘটনা সালিশে নিষ্পত্তি ॥ ৬৫ হাজার টাকা জরিমানা
তারিখ: ১-জুলাই-২০১৬
স্টাফ রির্পোটার ॥

বানিয়াচং উপজেলা সদরের দরগাহ মহল্লার শরীফ উল্লার ছেলে আলমগীর ও নন্দীপাড়ার মৃত রবি উল্লার পুত্র শুকুর মিয়ার মধ্যে সৃষ্ট বিরোধ গতকাল সকাল ১০ ঘটিকায় এনাম জজের বাড়িতে নন্দীপাড়া ছান্দের এক সালিশ বৈঠকে নিষ্পত্তি হয়েছে। সালিশে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান করা হয়েছে। সালিশ বৈঠকে সভাপতিত্ব করেন ছান সর্দার আমির হোসেন মাষ্টার। এসময় উপস্থিত ছিলেন ১নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, হান্নান সর্দার, আলীফ মিয়া ব্যাপারী, শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, খোকন মিয়া, মেম্বার লোকমান মিয়া, মেম্বার নাসির মিয়া, সর্দার মালুম মিয়া, সর্দার আঃ আহাদ, জাহাঙ্গির মিয়া, সাবেক সর্দার আঃ হক, জব্বর মিয়া, মওদুদ আল মাহমুদ, মোর্শেদুজ্জামান লুকু, খায়রুল বাশার সোহেল, মেম্বার আয়ূব আলী সহ গন্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনার পর শুকুর মিয়ার পক্ষের লোকদের ৬৫ হাজার টাকা জরিমানা ও ৫০ হাজার টাকা মুচলেকা ও উভয় পক্ষকে ক্ষমা প্রার্থনা করানো হয়। উল্লেখ্য যে খায়রুলের নগদ ১০ হাজার, সেলিমের ২০ হাজার, বাড়ি ঘর ভাংচুরে ক্ষতিপূরন বাবত ২০ হাজার টাকা, স্বর্নের চেইন ১৫ হাজার সহ মোট ৬৫ হাজার টাকা উক্ত সালিশ বৈঠকে রায় গৃহিত হয়।

প্রথম পাতা