মানবতাবিরোধী অপরাধ ॥ বানিয়াচঙ্গের দন্ডপ্রাপ্ত তিন ভাইয়ের মধ্যে দু’জনের খালাস চেয়ে আপিল
তারিখ: ১-জুলাই-২০১৬
স্টাফ রিপোর্টার ॥

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত বানিয়াচঙ্গের তিন ভাইয়ের দু’জন খালাস চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছেন। এ দুই ভাইয়ের আইনজীবি এম মাসুদ রানা বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন। আপিল করা দু’জনের মধ্যে মুহিবুর রহমানকে মৃত্যুদণ্ড ও তার চাচাতো ভাই আব্দুর রাজ্জাককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মুহিবুরের ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়া আপিল করেননি। তিন আসামির সবাই বর্তমানে কারাগারে।

এর আগে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের আনা চার অভিযোগের সবগুলোই সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ১ জুন মুহিবুর রহমানকে মৃত্যুদণ্ড এবং তার ভাই মুজিবুর রহমান ও চাচাতো ভাই আব্দুর রাজ্জাককে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। আইন অনুযায়ী ট্রাইব্যুনালে রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে উভয়পক্ষ আপিল বিভাগে আপিল করতে পারে। সে হিসেবে রায় ঘোষণার ঠিক ৩০ দিনের মাথায় দুই দণ্ডিত আপিল করলেন। আইনজীবি এম মাসুদ রানা সাংবাদিকদের বলেন, ‘মুহিবুর ও আব্দুর রাজ্জাকের পক্ষে একটি আপিল করা হয়েছে। আপিলে মুহিবুর রহমানকে মৃত্যুদণ্ড ও আব্দুর রাজ্জাককে আমৃত্যু কারাদণ্ড থেকে খালাসের আরজি জানানো হয়েছে। ২৮ পৃষ্ঠার আপিলে খালাসের পক্ষে ১০টি যুক্তি তুলে ধরা হয়েছে। নথি ও কাগজপত্রসহ আপিলে পৃষ্ঠা সংখ্যা ৪৮১।’

প্রথম পাতা