পাঠ্যবইয়ে গণমাধ্যম বিষয়ক অধ্যায় অন্তর্ভূক্ত করার দাবীতে হবিগঞ্জের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর নিকট স্মারকলিপি
তারিখ: ২৬-জুলাই-২০১৬
স্টাফ রিপোর্টার ॥

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে গণমাধ্যম বিষয়ক একটি অধ্যায় অন্তর্ভূক্তের দাবীতে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন। গতকাল সোমবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করেন ও স্মারকলিপি দেন সাংবাদিক এ কে কাওসার। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পক্ষে পরিদর্শক ফখরুল আলম স্মারকলিপি গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির হবিগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ-এর অধ্যক্ষ  মোঃ আবু লেইছ, সিনিয়র শিক্ষক সুধীর চন্দ্র দে, শিউলী রানী দাশ, শাহ ফারজানা আক্তার, সাংবাদিক এমএ হাকিম, শাহীন আহমেদ মিলন, আনিছুজ্জামান চৌধুরী রতন, জাহেদ আলী মামুন, শিক্ষার্থী নাসির উদ্দিন রাসেল, সাজনা বেগম, শাহজাদী জেসমিন আক্তার, তাহমিনা আক্তার ববি ও মারজিয়া বেগম প্রমুখ।

প্রথম পাতা