পুরাসুন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তি বিতরণে অনিয়মের অভিযোগ
তারিখ: ২৬-জুলাই-২০১৬
স্টাফ রিপোর্টার ॥

সদর উপজেলার পুরাসুন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তির টাকা বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবারে পুরাসুন্দা সরঃ প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়। উপবৃত্তির টাকা বিতরণকালে অত্র স্কুলের প্রধান শিক্ষক মাহফুজ মিয়া তালুকদার মনগড়া মতো টাকা বিতরণ করেন। সরজমিনে গিয়ে জানা যায়, কোন শিক্ষার্থীই পুরো টাকা পায়নি। প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে ১০০ টাকা করে মোট ১২০০ টাকা পাওয়ার কথা, কিন্তু কোন ছাত্রছাত্রীই তা পায়নি। এ নিয়ে এক সহকারী শিক্ষকের সাথে কথা বললে তিনি জানান, উপবৃত্তি পেতে হলে শতকরা ৮৭% উপস্থিতি থাকতে হবে এবং তিনি অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। অত্র স্কুলের পড়–য়া ছাত্রীর এক অভিভাবক মোঃ জাহাঙ্গীর মিয়া জানান, তার মেয়ে তাহমিনা ও তমা আক্তারের প্রায় শতভাগ উপস্থিতি থাকলেও তারা দুইজনে মিলে উপবৃত্তি পেয়েছে মাত্র ১০০০ টাকা। আরেক অভিভাবক মোসাব্বির মিয়া বলেন, প্রতি বৎসরই স্কুলের প্রধান শিক্ষক টাকা নিয়ে লড়চড় করেন, যা অত্যন্ত দুখঃজনক। এ বিষয়টি নিয়ে এলাকায় আলোচনার ঝড় বইছে।

প্রথম পাতা