নবীগঞ্জে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
তারিখ: ২৬-জুলাই-২০১৬
নবীগঞ্জ প্রতিনিধি ॥

নবীগঞ্জের আউশকান্দি বাজারে পচা, বাসি ও মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রির দায়ে ৩টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গত রবিবার সকালে আউশকান্দি হীরাগঞ্জ বাজার কিবরিয়া চত্বরের ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে এ অভিযান শুরু হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ ও হবিগঞ্জের দায়িত্বপ্রাপ্ত বিএসটিআই কর্মকর্তা আজিজুল হাকিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্বরে অবৈধ ফুটপাত ব্যবহারের দায়ে ওয়াজিব আলীর মালিকানাধিন ভান্ডারি বিরিয়ানি হাউসকে ১ হাজার টাকা জরিমানা, পচা বাসি খাবার বিক্রির দায়ে জেবা রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও আরাফাত বেকারীকে বিএসটিআই অনুমোদনহীন মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন গোপলার বাজার ফাড়ির এসআই আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে আউশকান্দি-আমুকোনা সড়কের বেহাল দশার জন্য সাংবাদিকরা উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাথে সাথে উপজেলা প্রশাসনের যেকোন একটি খাত থেকে সড়কটি সংস্কারের আশ্বাস দেন।

প্রথম পাতা