নবীগঞ্জে গলা কাটা অবস্থায় এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ
তারিখ: ২৬-জুলাই-২০১৬
বুলবুল আহমদ, নবীগঞ্জ ॥

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজারস্থ বেঙ্গল ফুডের ব্যবসায়ী চয়ন রায় (৩০) কে গলা কাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানাযায়, গতকাল রবিবার রাতে প্রতিদেিনর ন্যায় ব্যবসা শেষে দোকানেই ঘুমিয়েছিল চয়ন। রাত প্রায় ২টার দিকে দোকানের পিছনের দরজার খুলে অস্ত্রধারী দূর্বৃত্তরা দোকানে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে রক্তাক্ত অবস্থায দোকানেই রেখে চলে যায়। কিছুক্ষণ পর পাশের দোকানে ঘুমিয়ে থাকা ফার্ণিচার ব্যবসায়ী রাজিব ও সেলুন ব্যবসায়ী সমরান গলার শব্দ শুনে চয়নের দোকানে এসে তাকে রক্তাক্ত অবস্থায় গলা কাটা দেখতে পান। এ ব্যাপারে আহত চয়নের বড় ভাই বিপ্লব দাশ এর সাথে এর সাথে যোগাযোগ তরা হলে তিনি বলেন, আমাদের বেঙ্গল ফুডের ব্যবসা প্রতিষ্ঠানের অনেক সুনাম রয়েছে। আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানকে ক্ষুন্ন করার জন্য কিছৃু কুচক্রি মহল উঠে পড়ে লেগেছে। এরই কারণে হয়তো আমার ভাইকে খুন করার উদ্দেশ্যে গলা কাটা হয়েছে। আহত চয়ন জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হরিনাকান্দি গ্রামের চিত্তরঞ্জন দাশের পুত্র। এ ঘটনার খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাড়িঁর এস আই ধর্মজিৎ সিনহা এক দল পুলিশ নিয়ে রাতেই ঘটনা স্থল পরিদর্শন করেন। গলাকাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ব্যবসায়ী চয়নকে কে বা করা রাতের আধারে গলা কেটে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।

প্রথম পাতা