আজমিরীগঞ্জের বিভিন্ন বাঁধ ও সড়ক হুমকিতে ॥ কালনী কুশিয়ারা ভেড়ামোহনা বশিরা নদীর পানি বৃদ্ধি অব্যাহত
তারিখ: ২৬-জুলাই-২০১৬
আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবর্ষণে আজমিরীগঞ্জের কালনী, কুশিয়ারা, ভেড়ামোহনা ও বশিরা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ অবস্থায় হুমকির মুখে পড়েছে এলাকার বিভিন্ন বাঁধ ও সড়ক। জানা যায়, বেশ কিছুদিন যাবৎ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ও অতিবর্ষণে ফুলে, ফেঁপে আজমিরীগঞ্জের কালনী, কুশিয়ারা, ভেড়ামোহনা ও বশিরা নদীর পানি প্রায় ৭ থেকে ৮ ফুট বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় এলাকার বিভিন্ন গ্রামের আন্তঃ সংযোগ রাস্তাসমূহ পানিতে তলিয়ে গেছে। এছাড়াও কাকাইলছেওয়ের বশিরা নদীর উপর নির্মিত বাঁধ ও কাকাইলছেও বাজার থেকে মমচাঁন ভূঁইয়া আদর্শ দাখিল মাদ্রাসা পর্যন্ত নব-নির্মিত ঢালাইকৃত রাস্তা ভাঙ্গনের হুমকিতে রয়েছে। গতকাল সোমবার কাকাইলছেও ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ওই স্থানটিতে বাঁশের আড়া দিয়ে রাস্তা রক্ষার চেষ্টা চলছে। এ অবস্থায় অকাল বন্যার আশঙ্কা করছে এলাকাবাসী।

প্রথম পাতা