প্রতিবাদে স্থানীয় জনতার এক ঘন্টা সড়ক অবরোধ ॥ শায়েস্তাগঞ্জ সড়কের আমতলিতে যাত্রীবাহি বাস খাদে পড়ে আহত ৩০
তারিখ: ২৬-জুলাই-২০১৬
এমএআই সজিব ॥

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে একটি যাত্রীবাহি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এ ঘটনার পর থেকে চালক পালিয়ে গেছে। পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেলে শহরে বাসটার্মিনাল থেকে শ্রীমঙ্গলগামী একটি যাত্রীবাহি বাস হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের আমতলি নামকস্থানে পৌছার পর বাসের সামনের চাকা পাংচার হয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায় এতে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হল ঃ সহিদ (৩৫), আজিজ (৩০), লায়েছ (১৩), প্রফুল্ল সরকার (৬০), সেলিম (৩০), রুবেল (২৫), তুহিন (১৮), আব্দুল হাই (৪০), ফুল মিয়া (৪০), ছরদ আলী (৩৫), আরজু মিয়া (৩০), হাফিজা (২০), দেলোয়ার (৩৫), জমিলা খাতুন (৭০), নাঈম (৯), জলিল (৩৪) ও খালেক (৬০) প্রমুখ। এ ব্যাপারে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আফসার উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাসটি উদ্ধারের জন্য সিলেট থেকে উদ্ধাকারীদের এসে সন্ধ্যায় বাসটি উদ্ধার করা হয়েছে।

প্রথম পাতা