নিহতের হাত পায়ের রগ কাটাসহ ১৮টি জখম ॥ এলাকায় উত্তেজনা ॥ বাহুবলে রাস্তা নিয়ে বিরোধের জেরধরে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
তারিখ: ২৬-জুলাই-২০১৬
জাকারিয়া চৌধুরী/জাহেদ আলী মামুন ॥

বাহুবলের শিবপাশা মুশরিককলা গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে আব্দুর রশিদ (৫৫) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসি। নিহত আব্দুর রশিদের শরীরে হাত ও পায়ের রগ কাটাসহ প্রায় ১৮টি জখমের চিহ্ন রয়েছে। নিহত আব্দুর রশিদ শিবপাশা মুশরিককলা গ্রামের কোরবান আলীর পুত্র। গতকাল সোমবার সন্ধ্যায় এ নৃশংস হত্যা কান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত উমর আলীর পুত্র নুরুল আমিনের সাথে দীর্ঘদিন যাবত বাড়ির পার্শ্ববর্তী একটি রাস্তার জায়গা নিয়ে বিরোধ চলে আসছে আব্দুল কাইয়ুম ও আব্দুর রাজ্জাকের লোকজনের সাথে। এরই জের ধরে গতকাল সোমববার সন্ধ্যায় আব্দুর রশিদ স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত করে এবং তারা আব্দুর রশিদের হাত ও পায়ের রগ কাটাসহ প্রায় ১৮টি জখম করে। এসময় তার শোর-চিৎকার শোনে আশ পাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সদর হাসপাতালে নিয়ে আসলে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সিলেটে নেয়ার পথে গোয়ালা বাজার এলাকায় পৌছলে আব্দুর রশিদ মারা যায়। এদিকে, নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাকে শেষ বারের মত দেখার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে আত্মীয় স্বজনরা ভীর জমায়। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মনির হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। অপরদিকে, দীর্ঘদিন যাবত বিরোধের জেরধরে রাস্তা নিয়ে এ হত্যাকান্ডের ঘটনায় এলাকায় ফের উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারও ভয়াবহ সংঘর্ষের আশংকা করছে স্থানীয় এলাকাবাসি।

প্রথম পাতা