আমজনতার জিজ্ঞাসা........ ॥ মিরপুরে যাত্রী ছাউনী নির্মানের খবর কি? গালভরা মিষ্টি প্রতিশ্র“তি গেল কোথায়?
তারিখ: ২৭-জুলাই-২০১৬
দিদার এলাহী সাজু ॥

বাহুবলের সিংহদ্বার খ্যাত উপজেলার রাজনৈতিক রাজধানীর নাম ঐতিহ্যবাহী “মিরপুর বাজার”। বাণিজ্যিক কারণে একে উপজেলার প্রাণকেন্দ্রও বলা চলে। জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কের মিলনস্থল হওয়ায় বাজারটি ইতিমধ্যেই পরিণত হয়েছে ব্যস্ততম জনবহুল স্থানে। বিশেষ করে মিরপুরের নতুন ও পুরাতন চৌমুহনী দিয়ে প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন বিপুল সংখ্যক পরিবহণ যাত্রী। মিরপুরে রয়েছে একাধিক কলেজ-মাদ্রাসাসহ অর্ধশতাধিক আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে আসা-যাওয়া করেন হাজার-হাজার শিক্ষার্থী। অথচ এরকম একটি জনবহুল স্থানে দূর্ভাগ্যজনক কারণে নেই কোন যাত্রী ছাউনি। যেকারণে প্রতিনিয়ত বৃষ্টি ও রোদে চরম দুর্ভোগ পোহাচ্ছেন দূর-দূরান্তে যাতায়াতকারী পরিবহণ যাত্রী ও শিক্ষার্থীরা। 

জানা যায়, বেশ কয়েক বছর পূর্বে মিরপুর পুরাতন চৌমুহনীতে একটি যাত্রী ছাউনি নির্মিত হয়। কিন্তু পরবর্তীতে তা পুরাতন চৌমুহনী থেকে কয়েক’শ গজ পূর্বে স্থানান্তর করা হয়। বর্তমানে তা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এলাকাবাসী জানান, ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক চালু হবার পর যাত্রী ছাউনী নির্মানের গুরুত্ব বেড়ে গেছে আরও কয়েক গুন। এ অবস্থায় নতুন ও পুরাতন চৌমুহনীতে পৃথক দুটি যাত্রী ছাউনি নির্মান একান্ত জরুরি হয়ে পড়েছে। এলাকার অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানান, ভোক্তভোগীরা দীর্ঘদিন ধরে যাত্রী ছাউনি নির্মানের দাবী জানিয়ে আসলেও সংশি¬ষ্টরা শুধুই দিয়ে আসছেন গালভরা মিষ্টি প্রতিশ্র“তি। সংশি¬ষ্টদের কাছে আমজনতার জিজ্ঞাসা, মিরপুরে যাত্রী ছাউনি নির্মানের খবর কি? গালভরা মিষ্টি প্রতিশ্র“তি গেল কোথায়?

প্রথম পাতা