উচাইল চারিনাও গ্রামে পাহারাদারদের হামলায় পাহারাদার ও তার স্ত্রী আহত
তারিখ: ২৭-জুলাই-২০১৬
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল চারিনাও গ্রামে পাহারাদারদের হামলায় পাহারাদার জাহাঙ্গীর মিয়া ও তার স্ত্রী সুলতানা বেগম গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় সুলতানা বেগমকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাদুপাশা গ্রামে পাহারা দেয়াকে কেন্দ্র করে পাহারাদার জাহাঙ্গীর মিয়ার উপর হামলা চালায় একই গ্রামের নাসির ও মানিকসহ তার লোকজন। এতে পাহারাদার জাহাঙ্গীর মিয়ার স্ত্রী সুলতানা বেগম এগিয়ে আসলে নাসির ও মানিকের লোকজন তার উপরও হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন এবং জাহাঙ্গীর মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। উল্লেখ্য, উচাইল চারিনাও গ্রামে জহুর আলী ও লিটন হত্যাকান্ডের ঘটনায় গ্রাম পূরষ শূণ্য হয়ে পড়ে। এতে দূ’ পক্ষে থেকে গ্রাম পাহারাদার নিয়োগ দেয়া হলে পাশ্ববর্তী বাদুপাশা গ্রামে জাহাঙ্গীর মিয়ার লোকজন ও একই গ্রামের নাসির এবং মানিক মিয়ার লোকজন পাহারা দিয়ে আসছিলেন। গতকাল মঙ্গলবার তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে।

প্রথম পাতা