বানিয়াচঙ্গের প্রথমরেখ থেকে এক মাদ্রাসা ছাত্রী ৭ দিন ধরে নিখোঁজ
তারিখ: ২৭-জুলাই-২০১৬
স্টাফ রিপোর্টার ॥

বানিয়াচঙ্গের প্রথমরেখ গ্রামের শেলেনা আক্তার নামে এক মাদ্রাসা ছাত্রী এক সপ্তাহ ধরে নিখোঁজ। তার নিখোঁজের ঘটনায় এলাকায় নানামূখী আলোচনা চলছে। এ ঘটনায় নিখোঁজ শেলেনার বাবা মুছা মিয়া ২৫ জুলাই বানিয়াচঙ্গ থানায় একটি জিডি করেছেন। জিডি নং ৯৯৪। গতকাল বানিয়াচঙ্গ থানার ওসি অমূল্য কুমার চৌধুরী দেশের সকল থানার ওসিকে ইমেইলে বার্তা পাঠিয়ে শেলেনার খোঁজ পেলে বানিয়াচঙ্গ থানাকে জানানোর অনুরোধ করেছেন। বানিয়াচঙ্গ থানা পুলিশের বার্তা ও নিখোঁজ শেলেনার বাবার জিডি সূত্রে জানা যায়, ২০ জুলাই বেলা ৪টার দিকে শেলেনা আক্তার বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে নিখোঁজ হয়। আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে গতকাল থেকে বাবার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি অন্য আরেকজন রিসিভ করেন। তিনি জানান, মোবাইল ফোনে আলাপের সূত্র ধরে শেলেনা আক্তারের সাথে সিলেটের কোম্পানীগঞ্জের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই প্রেমের টানে সে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। বর্তমানে সে কোম্পানীগঞ্জে রয়েছে। এ ব্যাপারে বানিয়াচঙ্গ থানার ওসি অমুল্য কুমার চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি নিখোঁজ শেলেনার সাথে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এই প্রেমের টানেই সে ছেলেটির সাথে পালিয়ে গেছে এবং তার মার সাথে যোগাযোগ করেছে।

প্রথম পাতা