বোরো ধান সংগ্রহ অভিযান নিয়ে কৃষকদের ক্ষোভ ও হতাশা ॥ প্রশাসনের স্বেচ্ছাচারিতা ও দলীয় সিন্ডিকেটের কব্জায় বাহুবলের খাদ্য গোদাম
তারিখ: ২৭-জুলাই-২০১৬
স্টাফ রিপোর্টার ॥

বাহুবল উপজেলা প্রশাসনের স্বেচ্ছাচারিতা ও দলীয় সিন্ডিকেটের অপতৎপরতার কারণে সরকার ঘোষিত উপজেলার প্রকৃত কৃষকরা ধান সরবরাহ থেকে বঞ্চিত হয়েছেন। এ নিয়ে বাহুবলের কৃষক সমাজ সহ সচেতন মহলে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। প্রশাসনের হযবরল অবস্থা ও সিদ্ধান্তহীনতার কারণে বাহুবলের কৃষকেরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলে অনেকেই মনে করছেন। জানা গেছে, চলতি বছর সরকার প্রকৃত কৃষকদের নিকট থেকে বোরো ধান সংগ্রহের জন্য নির্দেশনা জারি করে। এ প্রেক্ষিতে কৃষি সম্প্রসারণ বিভাগ সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কাছে প্রকৃত কৃষকদের তালিকা সংগ্রহ করে। এদিকে, সরকারের এ নির্দেশের প্রতি বৃদ্ধাগুলি দেখিয়ে ক্ষমতাসীন দলের অসাধু নেতা কর্মীরা প্রশাসনিক কর্মকর্তাকে ম্যানেজ করে সিন্ডিকেটের মাধ্যমে ধান সরবরাহ কার্যক্রম নিয়ন্ত্রনে নেয়। সূত্র জানায়, দলীয় প্রভাব কাটিয়ে কোন কোন কৃষককে ভয়ভীতি দেখিয়ে কৌশলে অসাধু নেতা কর্মীরা নিজেই বোরো ধান খাদ্য গোদামে সরবরাহে তৎপর হয়ে উঠে। এরই ধারাবাহিকতায় সিন্ডিকেট সদস্যরা বিভিন্ন এলাকা থেকে ধান সংগ্রহ করে খাদ্য গোদাম কর্মকর্তাকে ভয়ভীতি দেখিয়ে নিম্ন মানের ধান গোদামজাত করতে বাধ্য করে। কোন কোন কৃষক ধান দিতে চাইলেও পেশী শক্তির কারণে বাধাগ্রস্থ হয়। নাম প্রকাশে অনিচ্ছুক, অনেক কৃষক জানান, তারা খাদ্য গোদামে ধান সরবরাহের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে বার বার ধর্ণা দিয়েও কোন সুফল পাননি। বরং তাদেরকে প্রতিবারই শুধু আশারবাণী শোনানো হয়েছে। কাজের কাজ কিছুই হয়নি। এতে উপজেলা কৃষকদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

প্রথম পাতা