মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ শহরে তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা
তারিখ: ২৭-জুলাই-২০১৬
জাকারিয়া চৌধুরী ॥

হবিগঞ্জ শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট চাইথোয়াইহলা চৌধুরী ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই শাহ আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় শহরের বদিউজ্জামান খান সড়কের আমিরচান কমপ্লেক্সের বিপরীতে কফি হাউজে অভিযান চালিয়ে সালাম মিয়া (২৪) নামে এক যুবককে নিষিদ্ধ ৮ বোতল ভারতীয় বিয়ারসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে, শহরতলীর বহুলা এলাকায় অভিযান চালিয়ে বহুলা গ্রামের মৃত নিম্বর আলীর পুত্র রহমত আলী (৩৫) ও একই এলাকার মৃত ফজর আলীর পুত্র মইনুদ্দিন আহমেদ মনু (৩৫)কে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাদেরকে ১৫দিনের কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন একদল পুলিশ।

প্রথম পাতা