স্বজনদের মধ্যে আতংক ॥ থানায় জিডি ॥ শহর থেকে প্রাইভেট কোম্পানীর ফিল্ড সুপার ভাইজারসহ দুই যুবক নিখোঁজ
তারিখ: ২৭-জুলাই-২০১৬
জাকারিয়া চৌধুরী ॥

হবিগঞ্জ শহর থেকে একটি প্রাইভেট কোম্পানির ফিল্ড সুপার ভাইজারসহ দুই যুবক রহস্যজনক নিখোঁজ হয়েছে। এদিকে, নিখোঁজের ঘটনায় পরিবারের লোকজনের মধ্যে বিরাজ করছে অজানা আতংক। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। জানা যায়, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার শংকরঘুশ গ্রামের ইদ্রিছ আলীর পুত্র মোঃ আমিনুল ইসলাম (৩০) হবিগঞ্জ শহরে পাতাকুড়ি সোসাইটি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ফিল্ড সুপার ভাইজার হিসেবে দীর্ঘদিন যাবত কর্মরত আছেন। গত সোমবার আমিনুল হঠাৎ শহর থেকে নিখোঁজ হয়। পরে অনেক খুজাখুজি করেও তার কোন সন্ধ্যান না পাওয়ায় হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। অপরদিকে, শহরতলীর তিতখাই গ্রামের কানু রায়ের পুত্র বিজিত রায় প্রায় ১ মাস পূর্বে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন তাকে অনেক খোজাখুজির পর না পেয়ে গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন। ডায়রি নং ১১৮২। এ ব্যাপারে বিজিত রায়ের পিতা কানু রায় জানায়, আমার ছেলে বিজিত প্রায় ১ মাস পূর্বে বাড়ির পার্শ্ববর্তী একজন ছেলের সাথে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে আত্মীয় স্বজনদের বাড়িতে খুজে আর তাকে পাইনি। তাই থানায় জিডি করেছি তবে আমার ধারণা শত্র“তার জেরধরে কেই আমার ছেলেকে অপহরণ করে থাকতে পারে। হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, নিখোঁজের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

প্রথম পাতা