শায়েস্তাগঞ্জে এক ব্যক্তির নিকট থেকে কোটি টাকার অর্পিত সম্পত্তি উদ্ধার করলো জেলা প্রশাসন
তারিখ: ২৫-অগাস্ট-২০১৬
স্টাফ রির্পোটার ॥

তাজুল হিসেবে পরিচিত এক প্রভাবশালীর কবর থেকে হবিগঞ্জ সদরের শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় অবস্থিত সরকারের কোটি টাকার অর্পিত সম্পত্তি অবশেষে উদ্ধার করলো জেলা প্রশাসন। জানা যায়, পৌর শহরের স্টেশন এলাকায় পরিত্যক্ত প্রায় ৩ শতক অর্পিত সম্পত্তি শরীফাবাদ নিবাসী ও বিশিষ্ট সামাজিক সালিশ বিচারক মরহুম আব্দুল নুর চৌধুরীকে বন্দোবস্ত দেন তৎকালীন সরকার। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হবার পর একই স্থানে থাকা আরও ২শতক অর্পিত সম্পত্তি লন্ডন প্রবাসী প্রকৌশলী এমএ মুমিন চৌধুরীর পিতা আব্দুর নুর চৌধুরীর বড় ছেলে আব্দুল মান্নান চৌধুরীকে বন্দোবস্ত দেয়া হয়। কিন্তু সাময়িক ডিম বিক্রির জন্য একটু বসার স্থান চেয়ে বন্দোবস্তু প্রাপ্ত ব্যক্তির মানবিকতার সুযোগ নেয় তাজুল। পরবর্তীতে এই ভুমি সহ একই স্থানে থাকা দোকান গৃহ থেকে উঠে যেতে অনীহা প্রকাশ করে তাজুল। এক পর্যায়ে এই তাজুল অর্পিত সম্পত্তিতে ভাগ বসাতে নানা ফন্দি আটা সহ ঘাটি গেড়ে বসে। এমতাবস্থায় বন্দোবস্তু প্রাপ্ত ব্যক্তি তাকে নানাভাবে সরাতে ব্যর্থ হয়ে বিষয়টি বিজ্ঞ জেলা প্রশাসক সাবিনা আলমের নজরে আনা হয়। ফলে জেলা প্রশাসন সরকারে এই সম্পত্তি উদ্ধারে বেশ নড়েচড়ে বসেন। এরই ফলশ্রতিতে দাপ্তরিক নানা কার্যক্রম গ্রহন শেষে গত মঙ্গলবার দুপুরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই পরিমান বেদখলীয় সম্পত্তি তাজুলসহ তার চক্র থেকে উদ্ধার এবং গৃহের ভিতরে থাকা আসবাবপত্র বের করে দিয়ে তালা ঝলিয়ে দেয়া হয়। বলাবাহুল্য,বন্দোবস্তুকৃত ওই পরিমান ভূমির খাজনা যথারীতি পরিশোধ করে আসছেন সংশ্লিষ্ট ব্যক্তি।

প্রথম পাতা