প্রতিবাদে শহরে ছাত্রদলের বিক্ষোভ ॥ বিস্ফোরক ও পুলিশ এসল্ট মামলায় ছাত্রদল নেতা রিংগন গ্রেফতার
তারিখ: ২৫-অগাস্ট-২০১৬
স্টাফ রিপোর্টার ॥

বিস্ফোরক ও পুলিশ এসল্টসহ একাধিক মামলার পলাতক আসামী জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য ও সদর থানা ছাত্রদলের সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহ রাজিব আহমেদ রিংগনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রিংগনের গ্রেফতারের প্রতিবাদে শহরে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা ছাত্রদলের নেতৃব্ন্দৃরা। পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় শহরের আশরাফ জাহান কমপ্লেক্স এর সামন থেকে সদর থানার এস আই মিজানুর রহমান ও এস আই রাকিবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও সদর থানা ছাত্রদলের সদস্য সচিব শাহ রাজিব আহমেদ রিংগনকে গ্রেফতার করে। পুলিশ জানায় তার বিরুদ্ধে বিস্ফোরক ও পুলিশ এসল্টসহ একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

এদিকে, তাকে গ্রেফতারের খবর পেয়ে রাত ৯টায় তাৎক্ষনিক ভাবে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা। মিছিলটি শহরের কলাপাতা হোটেলের সামন থেকে শুরু করে সাইফুর রহমান টাউন হলের সামনে গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। জেলা ছাত্রদল নেতা ইমন রহমানের সভাপতিত্বে ও মোর্শেদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ হৃদয়, যুগ্ম আহবায়ক সাইফুর রহমান তারেক, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম রাব্বী, যুগ্ম আহবায়ক মোঃ লায়েক আলী, মিশু আহমেদ, সৈকত সরকার, শেখ উসমান গনি রুমী, রানা, বাপ্পী, রিয়াদ, মাসুম, বাবু, সাগর প্রমূক। নেতৃবৃন্দরা শাহ রাজিব আহমেদ রিংগনকে গ্রেফতারে তীব্র নিন্দা জানান এবং তার নিঃশর্ত মুক্তি দাবী করেন।

প্রথম পাতা