পুলিশ লাইনে জঙ্গি বিরোধী সভায় এডিশনাল আইজি ॥ ইসলামের নামে যারা সন্ত্রাস ও বোমাবাজি করছে তাদের স্বপ্ন পূরণ হতে দেয়া হবে না
তারিখ: ২৫-অগাস্ট-২০১৬
জাকারিয়া চৌধুরী ॥

দেশকে অস্থিতিশলী ও বিশ্বদরবারে মাথা নিচু করাতে ইসলামের নামে যারা ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরসহ বিভিন্ন স্থানে বোমা বাজি ও সন্ত্রাস করছে তাদের স্বপ্ন পূরণ করতে দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স এর এডিশনাল আইজি মোঃ মোখলেছুর রহমান। গতকাল বুধবার সকাল ১১টায় হবিগঞ্জ পুলিশ লাইনে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ হুশিয়ারি দেন। এসময় তিনি আরও বলেন, আমরা বাঙ্গালী জাতি। আমরা গর্ববোধ করি যে আমার বাংলা ভাষার জন্য বিশ্বের ইতিহাসে নজির বিহীন ভাবে প্রায় ৩০ লক্ষ শহীদের ও ২ লক্ষ মা বোনের ইজ্জতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা স্বাধীন করেছি। তাই এ দেশে ধর্মের নামে যারা বোমা বাজি ও সন্ত্রাস করছে তাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবব্ধ থেকে প্রতিরোধ গড়ারও অহবান জানান তিনি। পুলিশ জনতা জনতাই পুলিশ এই স্লোগানকে সামনে রেখে পুলিশ লাইনে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হোসেন চৌধুরী, হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুজ্জামান চৌধুরী, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব রইছ মিয়া, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান বশির আহমেদ, বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আতর আলী, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহজাহানসহ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ। এছাড়াও পুলিশ প্রশাসনের মধ্যে উপস্থিত ছিলেন, এএসপি সাজিদুর রহমান, এএসপি রাসেলুর রহমান রাসেল, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াসিনুল হক, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তাদির হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রথম পাতা