লামাতাসি ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
তারিখ: ২৬-অগাস্ট-২০১৬
স্টাফ রিপোর্টার ॥

বাহুবল উপজেলার ৫নং লামাতাসি ইউনিয়নের নন্দনপুর বাজারে মঙ্গলবার বিকাল ৪টার দিকে ‘পুলিশই জনতা জনতাই পুলিশ’ প্রতিপাদ্য স্­োগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিংয়ের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল হোসেনের সভাপতিত্বে ও বাহুবল মডেল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান রাসেল। বিশেষ অথিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান শামীম, বাহুবল মডেল থানার ওসি মোল্লা মনির হোসেন, লামাতাসি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, উপজেলা কমিউনিটি পুলিশের সদস্য সচিব আশকার আলী, আ’লীগ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, ইনসাফ আলী মেম্বার, আব্দাল মিয়া চৌধুরী, মাসুক মিয়া মেম্বার, সাবেক মেম্বার নূরুল ইসলাম তালুকদার, পিযুষ চন্দ্র শীল। সমাবেশে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই বলেন- সম্প্রতি লামাতাসি ইউনিয়নের শিবপাশা গ্রামের আব্দুর রশীদ সরকারি রেকর্ডীয় রাস্তা নিয়ে বিরোধের জের ধরে একই গ্রামের সন্ত্রাসীদের হাতে খুন হন। কিছুদিন পূর্বে অলোয়া গ্রামের মাওলানা আরশ আলী প্রতিবেশীদের হাতে খুন হন। এসব খুনের মামলার বাদী ও তার লোকজনকে উল্টো আসামী পক্ষের দ্বারা একাধিক মামলা দিয়ে হয়রানী করে আসছে। পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। অথচ খুনের মামলার আসামীদের ধরতে তেমন তৎপর দেখা যায়নি পুলিশকে। জবাবে প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান রাসেল বলেন- নিহত আব্দুর রশীদ সহ প্রতিটি খুনের প্রকৃত আসামীদের খুজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। আর ষড়যন্ত্র ও হয়রানীমূলক মামলাও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। সমাবেশের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সমাবেশ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন আ’লীগ সভাপতি ও কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ফুল মিয়া, বাহুবল মডেল থানার এসআই মফিদুল হক।

প্রথম পাতা