ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ ১ লাখ টাকা জরিমানা ॥ মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৬টি নৌকাসহ ১১জন আটক
তারিখ: ২৬-অগাস্ট-২০১৬
মাধবপুর প্রতিনিধি ॥

মাধবপুরে সোনাই নদী থেকে অবৈধ বালু উত্তোলন কালে ৬টি নৌকাসহ ১১জনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টিনা পাল, এস আই গোপেশ চন্দ্র দাস, মাধবপুর সদর ভূমি অফিসের তহসিলদার আব্দুল মোতাকাব্বির সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালু পরিবহন কালে ৬টি নৌকা এবং ১১জন শ্রমিক কে আটক সেই সাথে ১টি ড্রেজার মেশিন কে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং ২টি নৌকাকে বালিসহ পানিতে ডুবিয়ে দেওয়া হয়। পরে সংক্ষিপ্ত আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট টিনা পাল নগদ ১লক্ষ টাকা জরিমানা আদায় করেন। এদিকে, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন চা-বাগান সহ বেশ কয়েকটি স্থান থেকে অবৈধভাবে সাবলিজ নিয়ে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা।

প্রথম পাতা